- PART_A: কম্পিউটার
- PART_B: তথ্য-প্রযুক্তি
- PART_C: Question Box
১. BCS Question Analysis এবং পাঠ পরিকল্পনা:
আপনি যেকোনো বইয়েই দেখবেন বইয়ের শুরুতে বিসিএসের আলোকে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন এসেছে তা উল্লেখ থাকে। কিন্তু অনেক সময় বইয়ের টপিকস অনুযায়ী বই সাজাতে সিলেবাস অনুসার করলে আবার সিরিয়াল অনুযায়ী তা সাজানো যায় না।! সেজন্য ALAL’s Computer & ICT Hour বইয়ের প্রতিটি অধ্যায়ের শুরুতে কোন পরিচ্ছেদ থেকে কয়টি প্রশ্ন এসেছে! পরিচ্ছেদটি কিভাবে পড়তে হবে কিংবা কোন অংশগুলোতে গুরুত্ব দিবেন? – সে সম্পর্কে স্পষ্ট ধারণা ও সাজেশন্স দেওয়া হয়েছে।
২. BCS Preliminary Question:
প্রতিটি পরিচ্ছেদের শুরুতে ওই পরিচ্ছেদের সংশ্লিষ্ট বিগত বিসিএস প্রিলির প্রশ্ন দিয়েছি যেন অধ্যায়টির শুরুতেই বুঝতে পারেন, অধ্যায়টি থেকে কি ধরনের প্রশ্ন হয়েছে? এ বিষয়টি আপনাকে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী পড়তে সহায়তা করবে।
৩. প্রশ্নের ধরন অনুযায়ী টপিকসের আলোচনা:
আপনারা হয়তোবা খেয়াল করেছেন, ৪৩তম লিখিত পরীক্ষায় একটি প্রশ্ন ছিল ‘RAM এবং ROM’-এর মধ্যকার পার্থক্য লিখুন। বাজারের অন্যান্য প্রিলিমিনারির বইগুলোতে পার্থক্য আকারে আলোচনা পাবেন না (সবাই প্যারা আকারে লেখাটিই কমন দেখিয়েছিলো; কিন্তু আমি ছক আকারেই বইয়ে কমন দেখিয়েছি)। বইটি এমনভাবেই আলোচনা করা হয়েছে যেন প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়।
এছাড়া আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কিছু কিছু বিষয়ে কনসেপ্টচ্যুয়ালি স্পষ্ট ধারণা রাখতে হয় নতুবা প্রশ্ন একটু ঘুরিয়ে আসলেই উত্তর করা যায় না! ‘কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়টা ঠিক সেইরকম। এজন্য এই বিষয়টাতে ক্লিয়ারলি ধারণা রাখতে হবে। কম্পিউটার বিষয়ে ক্লিয়ার ধারণা রাখলে আপনি ব্যাংক নিয়োগসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারবেন।
৪. Remove Confusion:
যেসব অধ্যায়ের কোনো টপিকসে কনফিউশন তৈরি হতে পারে কিংবা বিগত নিয়োগ পরীক্ষাসমূহের অপশনে কনফিউশন তৈরি হতে পারে, সেগুলো অধ্যায়ের শেষে ব্যাখ্যা আকারে কনফিউশন সমাধান করে দেওয়া হয়েছে। পরীক্ষায় অপশন দেখে কোনটি উত্তর করবেন সেটিও আলোচনা করা হয়েছে।
৫. বিগত বছরের প্রশ্নের ৪টি ভাগ:
বাজারের অন্যান্য বইয়ে পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন, ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন এভাবে ৩টি ভাগে ভাগ করা থাকে। কোনো কোনো বইয়ে এভাবে ভাগ করাও থাকে না।
কিন্তু আমার বইটি পিএসসি, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অভিন্ন প্রশ্নাবলি নামে আরো একটি পার্ট করেছি, যেন বুঝতে পারেন একই প্রশ্ন ভিন্ন জায়গায় আসতে পারে।
৬. Text Book Hour:
Class 6 – HSC পর্যন্ত প্রতিটি ক্লাসের ‘‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’’ বইয়ের প্রতিটি অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আলোচনা করা হয়েছে। আপনাকে আলাদা করে অন্য কোনো বই পড়তে হবে না।
Text Book ভিত্তিক এভাবে অধ্যায়ভিত্তিক আলোচনা বাজারের অন্য কোনো বইয়ে পাবেন না।
৭. Faculty Based Previous Question:
একটি ফ্যাকাল্টির অধীনে সাম্প্রতিক সময়ে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো একসাথে আলোচনা করা হয়েছে। ফলে পরীক্ষার আগে ঐ ফ্যাকাল্টির Computer প্রশ্নগুলো একসাথে দেখে যেতে পারবেন।
Reviews
There are no reviews yet.